মানিক কুমার দাসঃ
ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ফরিদপুর মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ শনিবার সকাল ১১টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ফরিদপুরের মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
.
মেরিন কলেজের ছাত্ররা তাদের বক্তব্যে তিন দফা দাবির কথা তুলে ধরেন। এবং অবিলম্বে এ দাবীগুলো পূরণের জন্য সরকারের নিকট আহ্বান জানান ।
.
দাবিগুলো হলো-
১) ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পাসকৃত শিক্ষার্থীদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমিগুলোতে ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের সুযোগ দিতে হবে। প্রশিক্ষণ শেষে সিডিসি প্রদান করে আন্তর্জাতিক জাহাজে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে।
২) সরকারি মেশিন ও ইঞ্জিন সম্পর্কিত সব ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগের ব্যবস্থা চালু করতে হবে।
৩) বিএমইটি’র অধীন সরকারি মেরিন ইনস্টিটিউটগুলোতে মেরিন ইঞ্জিনিয়ারিং পাসকৃতদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে এবং টিটিসি গুলোতে সরাসরি ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ দিতে হবে।
.
দাবিগুলো স্বপক্ষে শিক্ষার্থীরা বলেন আমরা দেশের বিভিন্ন সরকারি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে উত্তীর্ণ মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা শিক্ষার্থী। আমাদের চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের ডিপ্লোমা কোর্স ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের পেশাগত পথ অবরুদ্ধ। যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও পেশাগত পদ থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের এই বৃহৎ কর্মক্ষম তরুণ সমাজকে উপেক্ষা করা হলে রাষ্ট্রীয় সম্পদ ও মানবসম্পদ অপচয় হবে এবং রাষ্ট্র বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে।
.
শিক্ষার্থীরা আরো বলেন আমাদের পর্যাপ্ত দক্ষতা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা সমুদ্রগামী বৈদেশিক জাহাজে চাকরি সুযোগ পাচ্ছিনা যার ফলে আমরা দেশ ও সমাজকে বিপুল পরিমাণ বৈদসিক মুদ্রা যোগান দিতে ব্যর্থ হচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদেরকে সমুদ্রগামী বৈদেশিক জাহাজে শিক্ষানবিশ ক্যাডেট অফিসার হিসেবে যোগদানের সুযোগ দিলে আমাদের দেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে যা দেশকে দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যাবে ।
.
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এবং তাদের দাবি না মানা হলে তারা শাটডাউন কর্মসূচির ডাক দিবেন বলে সভা থেকে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫