মোঃ আরিফুল মিয়াঃ
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীদের পাওনার দাবিতে সরকার ঘোষিত উৎসবভাতা, চিকিৎসাভাতা,বৈশাখী ভাতা ও গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনার দাবিতে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ এর মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
.
শনিবার অবসরপ্রাপ্তদের আবেদনপত্র, সরকারী আদেশের কপি সম্বলিত স্মারকলিপি ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে প্রদানের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত কৃষি বিভাগের কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির সমন্ময়ক সাবেক সিডিএ আবুল বাশার বাদশা, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার, সাবেক চালক সুভাষ রায় ।
.
এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(অর্থ)খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান উপস্থিত ছিলেন।
.
উল্লেখ্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর ২০১৫ সালের জুলাই হতে সরকার ঘোষিত উৎসবভাতা, চিকিৎসাভাতা, বৈশাখীভাতা ও গ্র্যাচুইটি সহ অন্যান্য পাওনা অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রদানের সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত কোন কার্যকরী পদক্ষে গ্রহণ করা হয়নি বলে আবেদনকারীরা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫