অপি মুন্সীঃ
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেডের সাথে সংঘর্ষে পিকনিকের ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেল ট্রলারের বাকী যাত্রীরা। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ‘বাহেরচর কাতলা’ এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ সুমন সিপাহী (২৫) একই এলাকার কালু সিপাহীর ছেলে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
.
মাদারীপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ওই এলাকার যুবকদের পক্ষ থেকে ট্রলার ভ্রমনের মাধ্যমে একটি পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে ১৫ জনের একটি পিকনিকের দল নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন তারা। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অন্ধকারে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি।
.
পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে সুমন সিপাহী নামে এক যুবক। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে।
.
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানান, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসী জানিয়েছেন। রাতে উদ্ধার অভিযান চালানোর মত যন্ত্রপাতি না থাকায় শনিবার ভোর থেকে অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫