সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রমজান মোল্যা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.
এর আগে বুধবার (১৪) গভীর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রমজানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রমজান নারানদিয়া গ্রামের আফজাল মোল্যার ছেলে।
.
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান জানান, রমজান দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসায়া করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রমজান মোল্যাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্র্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫