মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামে শেফালী বেগম (৫০) নামের এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সবুর খালাসী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) ও সদরপুর থানা পুলিশের একটি দল।
আজ বৃহস্পতিবার (১৫ মে) আসামিকে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (১৪ মে) মধ্যরাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সবুর আকোটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের নাসিরউদ্দিন খালাসীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ এপ্রিল) রাত ৩টার দিকে মোমরেজ ওই নারীকে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়লে প্রধান আসামি মোমরেজ তাকে রেখে পালিয়ে যাওয়ার সময় নারীর নাতনি ইউপি সদস্যকে দেখে ফেলেন।
নানিকে অসুস্থ দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের মেয়ে বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক ইউপি সদস্য মোমরেজ ও তার দুই সহযোগীকে আসামি করা হয়। ঘটনার কয়েক দিন পর গত ২৬ এপ্রিল বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মামলার প্রধান আসামি আকোটের চর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোমরেজ খালাসীকে গ্রেপ্তার করা হলেও তার দুই সহযোগী সবুর খালাসী ও অজ্ঞাত একজন পলাতক ছিল।
সদরপুর থানার ওসি নাজমুল হাসান বলেন, ‘ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিদের একজন সবুর খালাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫