রনি আহমেদ রাজুঃ
মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার পূর্ব পাশের একটি কক্ষে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৩টা ৪০ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা কক্ষে আগুন লাগানোর চেষ্টা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ধোঁয়া দেখে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে কম্পিউটার, ল্যাপটপ, অফিসিয়াল ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ রেকর্ড, কাঠের তাক, চেয়ার-টেবিলসহ বহু দাপ্তরিক সামগ্রী পুড়ে যায়।
একই সময়ে মাগুরা জেলা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও দুর্বৃত্তরা আগুন লাগায়। এতে রেজিস্ট্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড পুড়ে ছাই হয়ে যায়। দুটি গুরুত্বপূর্ণ সরকারি অফিসে একযোগে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। তিনি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।
মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ভোর ৩টা ৪০ মিনিটে দু’টি অফিসে একই সময়ে আগুন লাগানো হয়। ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের কাজ চলছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি 




















