শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফাউজুল জান্নাতি জেসমিকে বৃত্তি প্রদান করেছেন উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ। গতকাল শনিবার শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে ২৫ হাজার টাকার ব্যক্তি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল আলম তশর, কোষাধ্যক্ষ মোঃ মহম্মদ আলী, সিনিয়র শিক্ষক সুব্রত বিশ্বাস, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন আর রশিদ। উল্লেখ্য উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার মেধাবী গরিব শিক্ষার্থীদের শিক্ষার জন্য বিভিন্ন প্রকার সহযোগিতা করে আসছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 




















