বোরহান আনিসঃ
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। তিনি শনিবার বিকালে নিজ নির্বাচন এলাকা ফরিদপুরের নগরকান্দায় খালেদা জিয়ার সুস্থতার কামনায় দোয়া মাহফিলে একথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে। তখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় দেশে আলোক পত্রিকা হয়ে যুদ্ধে নেমেছেন। মিথ্যা মামলায় জেল খেটেছেন।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে আয়োজন করেন উপজেলা বিএনপি। উপজেলা সদরে অবস্থিত সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমির মাঠে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।
উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে রেস্টনীতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















