হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসুচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও ফেলন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭০১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন হয়েছে।
উদ্বোধনের দিনে উপজেলার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অফিস চত্বরে হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তার আব্দুল বাছেদ সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলা উদ্দিন,এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম।কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার আব্দুল বাছেদ সবুজ বলেন চলতি রবি মৌসুমে হাতিয়া উপজেলায় ৫৫ হাজার হেক্টর জমিতে রবি মৌসুমের ফসল চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭০১৫ জন কৃষকের প্রত্যেক যে কোন একটি ফসলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। গম, সরিষা, সুর্যমুখী, সয়াবিন ফসলের কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং চিনাবাদাম, মুগ, মসুর, খেসারী, ফেলন ফসলের প্রত্যেক কৃষক ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার পাবেন।
তিনি আরও বলেন, “বারি সরিষা-১৪ জাতের আগাম সরিষা বীজ বুনলে কৃষকরা ৭৫ থেকে ৮০ দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবেন। এরপর একই জমিতে অন্য ফসল আবাদ করা সম্ভব হবে। উপজেলা কৃষি অফিস কৃষকদের সহায়তায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 





















