আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতীপাড়া উপজেলার পাকা ইউনিয়নের রামপাড়া জামে মসজিদের প্রায় ২৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ কর্মী জনাব মাষ্টার, এমন অভিযোগ উঠেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের পক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের জমিটি দখলের পর সেখানে ব্যক্তিগতভাবে গাছপালা রোপণ ও অন্যান্য কাঠামো স্থাপন করা হয়েছে। বারবার স্থানীয়দের আপত্তি ও অনুরোধ সত্ত্বেও তিনি জায়গা ছাড়ছেন না বলে অভিযোগ।
মসজিদ কমিটির সদস্যরা জানান, এই জায়গাটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত, এবং এটি মুসল্লিদের স্বার্থে সংরক্ষিত থাকার কথা। কিন্তু প্রভাব খাটিয়ে বছর পর বছর ধরে জমিটি অবৈধভাবে ভোগ দখল করে আসছেন জনাব মাষ্টার, যার ফলে মসজিদের সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে মসজিদের জমি পুনরুদ্ধার করে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা যায়। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন রামপাড়া এলাকার সাধারণ মুসল্লিরা।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 





















