এস. এম সালমান হৃদয়ঃ
বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের মধ্য পালশা গ্রামে বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আয়োজিত এ গণসংযোগে নেতৃত্ব দেন ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন।
গণসংযোগের সময় তিনি স্থানীয় নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি তৃণমূল পর্যায়ে গণমুখী কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান সিনিয়ার সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মাফুজার রহমান মাফু, ১৫নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট সোহেলী মাহমুদ। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
গণসংযোগ চলাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, এলাকার সমস্যার খোঁজ-খবর নেন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান।
স্থানীয় জনগণ গণসংযোগকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপির কর্মীরা মাঠে নেমে আসায় ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 





















