আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসনে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫০ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান আজাদ খান, মো. ইয়াকুব আলী প্রমুখ।
ইউএনও মনিরা খাতুন জানান, অল্প সেলাই কাজ জানা ৩০ জন নারীকে ১০ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি, যারা কাজ জানেন কিন্তু সেলাই মেশিনের অভাবে কর্মসংস্থানে যুক্ত হতে পারছিলেন না, এমন আরও ২০ জন নারীকে মেশিন দেওয়া হয়েছে। মোট ৫০ জন নারীকে ৫০টি সেলাই মেশিন, প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ ও ভাতা প্রদান করা হয়েছে।
প্রশাসনের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেলাই মেশিনপ্রাপ্ত নারীরা। তারা বলেন, এই সহায়তা তাদের স্বনির্ভর হতে সহায়তা করবে। এখন আমরা আত্মনির্ভরশীল হতে পারব।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি 





















