সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা বিএনপির নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ। মঙ্গলবার কালুখালী পেয়াজ বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রকিবুল হাসান রুমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান।
মতবিনিময় সভায় কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তৈয়বুর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মদাপুর ইউনিয়ন বিএনপির সভপতি আব্দুল হালিম সরদার, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খাঁন, সাধারন সম্পাদক আহাদুজ্জামান সূ্র্য প্রমুখ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশীদ বলেন, রাজবাড়ী ২ আসনে এখনো কোন চূড়ান্ত প্রার্থী দল ঘোষনা করে নাই। দল যেটা সিদ্ধান্ত নিবে আমরা তার বাইরে যাবো না। রাজবাড়ী ২ আসন বিএনপির ঘাটি, এখানে জনপ্রিয় প্রার্থী দিলে নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করবে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 





















