মানিক কুমার দাসঃ
ফরিদপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে সিলেটে রিকশা শ্রমিকদের ন্যায্য আন্দোলন সংগঠিত করায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন সুমন সহ মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল বন্দিদের মুক্তির দাবিতে উক্ত কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অরুন কুমার শীল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ৩ আসনের কমিউনিস্ট পার্টি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কমরেড রফিকুজ্জামান লায়েক কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার।
সভায় বক্তারা সিলেটের রিক্সা শ্রমিকদের উপর দায়েরকৃত মামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং উক্ত মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত দের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















