মুস্তাফিজুর রহমানঃ
ফরিদপুরের চরভদ্রাসনে অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বি এস ডাঙ্গী গ্রামের বাসিন্দা শুভ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শুভ জানান তিনি দুপুরে খাওয়ার জন্য বাজার থেকে বাড়িতে এসে দেখেন তাদের একটি টিনের দোচালা ঘরে আগুন জ্বলছে । পাশের ঘরে তার পরিবারের অন্য সদস্যরা টেলিভিশন দেখছিল। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তা বলতে পারছে না তারা।এ ঘটনায় একটি দোচালা ঘর ও একটি ছাপাড়া ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি তাদের বসত ঘরও আগুনে কিছু ক্ষতি হয়েছে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান বলেন অগ্নিকান্ডে পরিবারটির প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন তারা একটি উদ্ধার অভিযান শেষ করে স্টেশনে পৌঁছা মাত্রই খবর পান অগ্নিকান্ডের। তারপর তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি 





















