আসলাম বেপারীঃ
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল আগামীকাল শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলা সদরে এক বৃহৎ ঝাড়ু মিছিলের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।নির্বাচনী গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সম্প্রতি সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন স্থানে তাঁর সমর্থকদের তৈরি করা নির্বাচনী গেট ও ফেস্টুন ভেঙে ফেলার ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। মুফতি রায়হান জামিল কালবেলা-কে বলেন,“আমি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। তাই অন্যায় ও ভাঙচুরের প্রতিবাদে সবাইকে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি। জনগণের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।”
তার এই কর্মসূচি ঘোষণায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই জানান, জনগণের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় ও মানবিক।
মানবিক উদ্যোগের কারণেও মুফতি রায়হান জামিল আলোচনায় রয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ করেন।
এর আগে ১১ জুলাই চরভদ্রাসন উপজেলার এমকে-ভাঙ্গি গ্রামের মাদ্রাসা মাঠে তিনি ২ টাকা কেজি দরে চাল বিতরণ করেন।
এছাড়া, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ বিক্রির উদ্যোগে শত শত মানুষ ভিড় জমায়। তবে পর্যাপ্ত মাছ না থাকায় সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয় এবং পরে জনতার চাপে তিনি স্থান ত্যাগ করেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি 





















