মোঃ জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ রাজমিস্ত্রির সহযোগী সেজে উপজেলার আলোচিত সৎ ভাই হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গত ২৪ অক্টোবর উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুরে জমিজমা ভাগাভাগিকে কেন্দ্র করে সৎ ভাইদের হাতে জাহিদুর রহমান (৪২) নির্মমভাবে খুন হন। এ হত্যাকাণ্ডের পর নিহতের ভগ্নিপতি আনারুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদশা মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারেন, আসামিরা ফরিদপুর সদর এলাকায় পালিয়ে আছেন।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখের তত্ত্বাবধানে এসআই বাদশা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাজমিস্ত্রির সহযোগী বেশ ধারণ করে গতকাল শনিবার (১ নভেম্বর) বিকালে ফরিদপুর সদর এলাকার জোয়াইড় মোড় নামক স্থান থেকে এই মামলার এজাহারভুক্ত ১ নং আসামি এনামুল (৪৫) এবং ২ নং আসামি এনামুলের ছেলে অমিত (২০) কে গ্রেপ্তার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদশা মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারেন, আসামিরা ফরিদপুর সদর এলাকায় পালিয়ে আছেন।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখের তত্ত্বাবধানে এসআই বাদশা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাজমিস্ত্রির সহযোগী বেশ ধারণ করে গতকাল শনিবার (১ নভেম্বর) বিকালে ফরিদপুর সদর এলাকার জোয়াইড় মোড় নামক স্থান থেকে এই মামলার এজাহারভুক্ত ১ নং আসামি এনামুল (৪৫) এবং ২ নং আসামি এনামুলের ছেলে অমিত (২০) কে গ্রেপ্তার করেন।
ওই দিন রাতেই তাঁদের দৌলতপুর থানায় নিয়ে আসা হয় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেনের নেতৃত্বে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, আজ রবিবার (২ নভেম্বর) আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 





















