আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় এলাকার পানি নিষ্কাশন- শিক্ষা, সু-চিকিৎসার প্রথম অঙ্গিকারের কথা জানানো হয়েছে। মিঠুর পিতা অবসর প্রাপ্ত সেনা সদস্য হামিদুল ইসলাম ওরুফে হায়দার মেলেটারি তার ছেলে প্রবাসী মিঠুর পক্ষে এই বার্তা পৌঁছে দেন।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচনে আমিনুল ইসলাম মিঠু রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে এই আসন উপহার দিয়ে প্রথমেই পানি নিষ্কাশন- শিক্ষা, সু-চিকিৎসা নিশ্চিত করাসহ তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে কাজ করবেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত জাতীয় রূপরেখা। প্রবাস থেকেও ধর্মীয় সহাবস্থান, বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন বলেও জানান মিঠুর পিতা হায়দার আলী।
শনিবার (১ নভেম্বর’২৫)রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালী শেষে মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতাকর্মীরা মনিগ্রাম বাজারসহ বৈঠকে উপস্থিত জনগণের হাতে ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।
বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা একটি যুগোপযোগী কর্মপরিকল্পনা।”
এ সময় উপিস্থিত জনতা প্রবাসী মিঠুর প্রতি সমর্থন জানিয়ে বলেন,বিএনপি থেকে মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
উপস্থিত ছিলেন- বাজুবাঘা ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দীন, ওয়ার্ড বিএনপির ওয়ার্ড সভাপতি সাহাবাজ আলী,সাধারণ সম্পাদক জাম্বার আলী, সহ-সভাপতি আব্দুর রসুল, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলীসহ বিএনপির স্থানীয় নেতা কর্মীরা ।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















