ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

হুমায়ন আহমেদঃ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’ সংগঠন।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাফিসা সুরভি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত, বিশেষ অতিথি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা সালমান শাহর ভক্তরা অংশগ্রহণ করেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকা সত্ত্বেও প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতায় আসেনি। তারা বলেন, এখনই সময় দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার।

 

বক্তারা আরও বলেন, সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু ছিল জাতির জন্য এক গভীর শোকের ঘটনা। মৃত্যুর এত বছর পরও তার প্রতি মানুষের ভালোবাসা অম্লান।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে এটি ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হলেও, সম্প্রতি মামলাটি হত্যা মামলা হিসেবে নতুন মোড় নিয়েছে। সালমান শাহ পরিবারের পক্ষ থেকে তার সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করে রমনা থানায় হত্যা মামলা দাবি করা হয়েছে।

এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও সালমান শাহ ভক্তরা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শার্শায় সমাবেশে মফিকুল হাসান তৃপ্তিঃ -ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরি ও বেকারভাতা দেবে বিএনপি

error: Content is protected !!

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

হুমায়ন আহমেদঃ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’ সংগঠন।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাফিসা সুরভি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত, বিশেষ অতিথি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা সালমান শাহর ভক্তরা অংশগ্রহণ করেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকা সত্ত্বেও প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতায় আসেনি। তারা বলেন, এখনই সময় দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার।

 

বক্তারা আরও বলেন, সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু ছিল জাতির জন্য এক গভীর শোকের ঘটনা। মৃত্যুর এত বছর পরও তার প্রতি মানুষের ভালোবাসা অম্লান।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে এটি ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হলেও, সম্প্রতি মামলাটি হত্যা মামলা হিসেবে নতুন মোড় নিয়েছে। সালমান শাহ পরিবারের পক্ষ থেকে তার সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করে রমনা থানায় হত্যা মামলা দাবি করা হয়েছে।

এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও সালমান শাহ ভক্তরা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।


প্রিন্ট