হানিফ উদ্দিন সাকিবঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় ৫৪তম সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে জেলা সমবায় কর্মকর্তা এস. এম জাকারিয়া রিজভী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলা উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: সাজ্জাদুল ইসলাম,হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আজমল হুদা, হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদে আহবায়ক খন্দকার আবুল কালাম।
এছাড়া ও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, হাতিয়া দ্বীপ নিউ মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ওছখালী বাজার ব্যাবসায়িক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,নদীভাঙ্গা পূর্ণভাসন কমিটির সভাপতি আবুল কাশেম এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারে এবং সামাজিক ঐক্য সুদৃঢ় হয়। বক্তারা আরও জানান, সুষ্ঠু নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে।
আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 





















