ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নীতিমালা নেইঃ -হাসনাত আবদুল্লাহ

হাসান মামুনঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে মনে হয়-যা দেখা যায় তাইই তারা প্রতীকে পরিণত করে দিচ্ছে। “মাইক দেখছে মাইক মার্কা, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, আবার সূর্য দেখছে সূর্য মার্কা দিচ্ছে-এভাবে চলছে বিষয়টা।” হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “সম্প্রতি ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু কোন নীতিমালার ভিত্তিতে তা করা হলো-তা নির্বাচন কমিশন স্পষ্ট করেনি।

 

আবার ‘বেগুন’ প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটারও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এতে প্রমাণ হয়, কমিশন কোনো নির্দিষ্ট নিয়ম বা নীতির ভিত্তিতে কাজ করছে না।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি ব্যক্তিকেন্দ্রিক বা ইচ্ছাকৃতভাবে পরিচালিত হতে পারে না। জনগণের প্রতিষ্ঠান হিসেবে কমিশনের প্রতিটি সিদ্ধান্ত নীতিমালা ও নিয়মের ভিত্তিতে হতে হবে।”

 

হাসনাত আবদুল্লাহ জানান, আমরা নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চাই- যে নীতির ভিত্তিতে তারা কোনো প্রতীক অন্তর্ভুক্ত বা বাদ দেয়। এটি নিয়ে আমাদের সাংগঠনিক অবস্থান একেবারে স্পষ্ট। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

সকালে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শার্শায় সমাবেশে মফিকুল হাসান তৃপ্তিঃ -ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরি ও বেকারভাতা দেবে বিএনপি

error: Content is protected !!

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নীতিমালা নেইঃ -হাসনাত আবদুল্লাহ

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :

হাসান মামুনঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে মনে হয়-যা দেখা যায় তাইই তারা প্রতীকে পরিণত করে দিচ্ছে। “মাইক দেখছে মাইক মার্কা, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, আবার সূর্য দেখছে সূর্য মার্কা দিচ্ছে-এভাবে চলছে বিষয়টা।” হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “সম্প্রতি ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু কোন নীতিমালার ভিত্তিতে তা করা হলো-তা নির্বাচন কমিশন স্পষ্ট করেনি।

 

আবার ‘বেগুন’ প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটারও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এতে প্রমাণ হয়, কমিশন কোনো নির্দিষ্ট নিয়ম বা নীতির ভিত্তিতে কাজ করছে না।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি ব্যক্তিকেন্দ্রিক বা ইচ্ছাকৃতভাবে পরিচালিত হতে পারে না। জনগণের প্রতিষ্ঠান হিসেবে কমিশনের প্রতিটি সিদ্ধান্ত নীতিমালা ও নিয়মের ভিত্তিতে হতে হবে।”

 

হাসনাত আবদুল্লাহ জানান, আমরা নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চাই- যে নীতির ভিত্তিতে তারা কোনো প্রতীক অন্তর্ভুক্ত বা বাদ দেয়। এটি নিয়ে আমাদের সাংগঠনিক অবস্থান একেবারে স্পষ্ট। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

সকালে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।


প্রিন্ট