হানিফ উদ্দিন সাকিবঃ
সংসদীয় এলাকা নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাড. শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের বিশাল হোন্ডা র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে এ মোটর সাইকেল র্যালি শুরু হয়।
র্যালি শুরুতে উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি গণতান্ত্রিক দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই র্যালি যেনো শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়- আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করছি।
পরে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইদ্রিসের দোয়ার মধ্যদিয়ে র্যালি শুরু হয়। প্রায় ১ হাজার ২ শত মোটর সাইকেল ও জীপ ট্রাকে জামায়াতের প্রার্থী শো ডাউন ছিল দেখার মত। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড.শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে র্যালি উপজেলার দক্ষিণ প্রান্তের ইউনিয়ন জাহাজমারা, সিডিএসপি বাজার, তমরদ্দি বাজার ঘুরে উত্তরদিকে ব্রিজ বাজার পর্যন্ত পৌঁছে। শুক্রবার বন্ধের দিন হওয়ায় বিভিন্ন বাজারে র্যালি উপস্থিত হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পরে উত্তরদিক দিয়ে উপজেলা শহরের প্রধান সড়ক দিয়ে ওছখালী এ এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
র্যালিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন ইউনিট, ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 





















