নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে এক অর্ধগলিত অজ্ঞাত মহিলার (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের হানিফ হাজীর ডাঙ্গী গ্রাম সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ৮-১০ দিন আগে মৃত অবস্থায় নদীতে ভেসে আসছে। গলিত শরীরের বিভিন্ন অংশ নদীর মাছে খেয়ে ফেলেছে অথবা ক্ষয়ে গেছে। ফরিদপুর কোতয়ালী নৌপুলিশ লাশটি উদ্ধার কাজে অংশ নেয়।
জানা গেছে, বিকেল ৩ টার দিকে আড়িয়াল খাঁ নদীর উক্ত স্থানে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দিলে পরবর্তীতে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারকারী ফরিদপুর কোতয়ালী নৌপুলিশের এস আই মোঃ আবুজর গিফারী দৈনিক ইনকিলাব প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। ধারণা করা যাচ্ছে, ৮-১০ দিন আগে মৃত অবস্থায় নদীতে ভেসে আসে। সুরতহাল তদন্তের জন্য লাশটি ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।
এ প্রসঙ্গে সদরপুর থানা ইনচার্জ সুকদেব রায় বলেন, নৌপুলিশ কর্তৃক লাশটি উদ্ধার করা হয়েছে এবং তারাই আইনগত ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 





















