ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল Logo কালুখালীতে জাতীয় সমবায় দিবস পালিত Logo তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু Logo হিলিতে বিদুৎ স্পৃষ্টে নিহত-১আহত হয়েছে ৬ জন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সংস্কৃতিক কর্মীরা ভয়-ভীতিকে উপেক্ষা করে রাজপথে নেমে আন্দোলনকে বেগবান করেছেঃ -বাদশা

এস. এম সালমান হৃদয়ঃ

 

বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, আমাদের দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে বেশি বেশি করে সংস্কৃতিক উৎসব আয়োজন করতে হবে। অপসংস্কৃতির আড়ালে আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি। অপসংস্কৃতি প্রতিরোধ করতে হলে দেশীয় সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

 

তিনি বলেন, “বগুড়া সংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে। এখান থেকে অনেক গুণী শিল্পী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন। শিল্প, সংস্কৃতি, কৃষি, রাজনীতি ও খেলাধুলাসহ সর্বক্ষেত্রে বগুড়া সবসময়ই এগিয়ে থেকেছে। তবুও গত ১৬ বছর বগুড়া ছিল অবহেলিত ও বঞ্চিত।”

 

বাদশা আরও বলেন, “আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে থাকবে গণতন্ত্র, মানবতা ও সাম্যের চর্চা। এই দেশে আর কোনো ফ্যাসিস্ট শাসক তৈরি হবে না।”

 

তিনি আরও উল্লেখ করেন, “যখন সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি, তখন সংস্কৃতিক কর্মীরাই প্রথম রাজপথে নেমেছিল। ভয়-ভীতিকে উপেক্ষা করে তারা রাজপথে নেমে আন্দোলনকে বেগবান করেছে।”

 

রেজাউল করিম বাদশা দুঃখ প্রকাশ করে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ ১৭ বছর নতুন কুঁড়ি অনুষ্ঠানটি বন্ধ ছিল। অথচ নতুন কুঁড়ির মাধ্যমে গ্রামাঞ্চল থেকে অসংখ্য নতুন শিল্পী উঠে এসেছিল এবং সংস্কৃতি বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।”

 

তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হিন্দোল একাডেমি ও ভোর হলো আয়োজিত তিন দিনব্যাপী ‘সৃজনানন্দ উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের আহ্বায়ক এড. পলাশ খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংবাদিক মোমিন রশিদ শাহিন, হিন্দোল একাডেমির সভাপতি জুলফিকার হোসেন সুইট ও সাধারণ সম্পাদক সোবহানী বাপ্পি।

 

অনুষ্ঠান পরিচালনা করেন অলক কুমার পাল। তিন দিনব্যাপী এই উৎসব চলবে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হবে।

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গভীর রাতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

error: Content is protected !!

সংস্কৃতিক কর্মীরা ভয়-ভীতিকে উপেক্ষা করে রাজপথে নেমে আন্দোলনকে বেগবান করেছেঃ -বাদশা

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :

এস. এম সালমান হৃদয়ঃ

 

বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, আমাদের দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে বেশি বেশি করে সংস্কৃতিক উৎসব আয়োজন করতে হবে। অপসংস্কৃতির আড়ালে আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি। অপসংস্কৃতি প্রতিরোধ করতে হলে দেশীয় সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

 

তিনি বলেন, “বগুড়া সংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে। এখান থেকে অনেক গুণী শিল্পী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন। শিল্প, সংস্কৃতি, কৃষি, রাজনীতি ও খেলাধুলাসহ সর্বক্ষেত্রে বগুড়া সবসময়ই এগিয়ে থেকেছে। তবুও গত ১৬ বছর বগুড়া ছিল অবহেলিত ও বঞ্চিত।”

 

বাদশা আরও বলেন, “আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে থাকবে গণতন্ত্র, মানবতা ও সাম্যের চর্চা। এই দেশে আর কোনো ফ্যাসিস্ট শাসক তৈরি হবে না।”

 

তিনি আরও উল্লেখ করেন, “যখন সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজপথে দেখা যায়নি, তখন সংস্কৃতিক কর্মীরাই প্রথম রাজপথে নেমেছিল। ভয়-ভীতিকে উপেক্ষা করে তারা রাজপথে নেমে আন্দোলনকে বেগবান করেছে।”

 

রেজাউল করিম বাদশা দুঃখ প্রকাশ করে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ ১৭ বছর নতুন কুঁড়ি অনুষ্ঠানটি বন্ধ ছিল। অথচ নতুন কুঁড়ির মাধ্যমে গ্রামাঞ্চল থেকে অসংখ্য নতুন শিল্পী উঠে এসেছিল এবং সংস্কৃতি বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।”

 

তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হিন্দোল একাডেমি ও ভোর হলো আয়োজিত তিন দিনব্যাপী ‘সৃজনানন্দ উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের আহ্বায়ক এড. পলাশ খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংবাদিক মোমিন রশিদ শাহিন, হিন্দোল একাডেমির সভাপতি জুলফিকার হোসেন সুইট ও সাধারণ সম্পাদক সোবহানী বাপ্পি।

 

অনুষ্ঠান পরিচালনা করেন অলক কুমার পাল। তিন দিনব্যাপী এই উৎসব চলবে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হবে।

 


প্রিন্ট