আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মো. সুফিয়ান (৪১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পারবর্তীপুর ইউনিয়নের জিনারপুর বাজারের পার্শ্বে আম বাগানে এই ঘটনা ঘটে।
মৃত সুফিয়ান ওই ইউনিয়নের গরবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত সুফিয়ান বিকেলের যে কোন সময় বাসা থেকে বেড়িয়ে এসে সবার অগোচরে আম গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যার দিকে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















