মানিক কুমার দাসঃ
জুলাইয়ের সরকারি গেজেট এবং মাসিক ভাতা সহ সকল ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহার করলেন জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু। আজ এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন তিনি ।
তিনি এ পোস্টে উল্লেখ করেন জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম; কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনায় দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার করেছিল তা কোনভাবেই ১ বছরের অধিক সময় ধরে করতে পারেনি এবং কার্যকার যে পদক্ষেপ তাও নিতে পারেনি। অন্তবর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোও বিভিন্ন অসংগতিমূলক এবং অনৈতিক কর্মকাণ্ড লক্ষণীয় রয়েছে।
বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরের অনিয়ম পূর্বের ন্যায়ই বহাল রয়েছে। একটি সিন্ডিকেটেরও কিছু হয় নি। সাথে অনিয়মও থেমে নেই যা আপনারা সবাই অবগত আছেন।
তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নেই নি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম এবং এরই সাথে আমিও যদি বিগত দিনে কোন অনিয়ম দুর্নীতির করে থাকি তাহলে আমার বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হোক। তার গেজেট নম্বর গেজেট নাম্বার:-২৪৮৯
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















