গোলাম রাব্বীঃ
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রায়হান সিরাজী বলেন, “গংগাচড়ার মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে সুশাসন, শিক্ষা ও ন্যায়ের আলো প্রতিটি ঘরে পৌঁছাবে। জনগণের সহযোগিতায় ইনশাআল্লাহ গংগাচড়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।”
সমাবেশে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সোয়াইবুর রহমান এবং বড়বিল ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা সোহাগ রহমান সাইদী।

বক্তারা বলেন, অধ্যাপক রায়হান সিরাজী একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে গংগাচড়ায় উন্নয়ন, শিক্ষা ও মানবকল্যাণের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাঁরা আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনী সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি 





















