এস. এম সালমান হৃদয়ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেলে কাহালু উপজেলার জামগ্রাম হাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ রফিকুল ইসলাম। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথচারী, দোকানদার ও স্থানীয় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি তুলে ধরেন।
এ সময় অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।” তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির তাঁত ও মৎস্যবিষয়ক সম্পাদক মোঃ হাবিল উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম ঠান্ডু , যুব নেতা আব্দুল বারীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জামগ্রাম হাট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা, যা আসন্ন নির্বাচনের আগে বিএনপির প্রতি সাধারণ মানুষের আগ্রহের বহিঃপ্রকাশ ঘটায়।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 





















