রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে লালপুরের ঐতিহ্যবাহী শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে ও বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নাটোর জেলার আলোচিত এলাকা হিসেবে লালপুরের নাম প্রায়ই আসে অনলাইন প্রতারণা, মোবাইল ব্যাংকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিংয়ের ঘটনায়। লালপুরের কিছু তরুণ-তরুণী মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপের মত বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত হচ্ছে। গত কয়েক বছরে এ উপজেলার অর্ধশতাধিক প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি আরও ১১ জন হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধের কারণে লালপুরবাসীদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তাই শুধুমাত্র আইনের প্রয়োগ নয়, শিক্ষার্থীদের সচেতনতা বাড়িয়ে এ প্রবণতা রোধ করতে হবে। সচেতন শিক্ষার্থীরাই লালপুরের এই বদনাম ঘোচাতে পারে।”
সভা শেষে শতাধিক শিক্ষার্থী হাত তুলে প্রতিশ্রুতি দেন যে তারা কখনো হ্যাকিং বা অনলাইন প্রতারণার সঙ্গে জড়াবেন না এবং আশপাশের মানুষকে এ বিষয়ে সচেতন করবেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে একটি আকর্ষণীয় পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেন যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র, লালপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ ৬ শতাধিক শিক্ষার্থী। সচেতনতামূলক এই মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, নিয়মিত এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা ও নৈতিকতার বোধ আরও জোরদার করবে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি 





















