গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫ ও ছাব্বিশ অর্থবছরের রবি মৌসুমের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ কাজের উদ্বোধন হয়েছে।
২৯ অক্টোবর বুধবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরন কাজে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এই প্রণোদনার আওতায় ৩৮৫০ জন কৃষকের মধ্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।
এ সময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, ভেটেনারি সার্জন সহ উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 





















