মানিক কুমার দাসঃ
সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগ সপ্তাহব্যাপী কোরআন প্রশিক্ষণের অংশ হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের হাতে অর্থসহ কুরআন উপহার দেওয়া হয়েছে। দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল দশটায় সরকারী রাজেন্দ্র কলেজের ডিগ্রী শাখায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি মোঃ ফাহিম বিশ্বাস এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল ওবায়দুর রহমান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজেন্দ্র কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সাহিত্য সম্পাদক দিদারুল হাসান প্রমূখ।
সভায় বক্তারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার কোরআন উপহার কর্মসূচির প্রশংসা করেন।
তারা বলেন এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা অর্থসহ কুরআন পড়তে পারবেন। এ সময় ৮৫০ জন শিক্ষার্থীর হাতে উক্ত কুরআন উপহার হিসেবে প্রদান করা হয়।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















