সাহিদা পারভীনঃ
জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, বিএনপির দলীয় মনোনয়ন যাকেই দেওয়া হোক,সকলে তার জন্য কাজ করতে হবে।ধানের শীষ প্রতীক বিজয়ী করতে হবে। মনোনয়ন প্রাপ্তী নিয়ে কেউ যেন রং ছোড়াছুড়ি না করে,সেদিকে সজাগ থাকার জন্য তিনি নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানান।
তিনি সোমবার সন্ধায় রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল কবির কুন্নু, সাধারন সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 





















