মোঃআমজাদ আলীঃ
গত ২৬ অক্টোবর(রোববার)দুপুর ২টা থেকে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটির ১নম্বর ইউনিটটি চালু করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
গত ১৯ আক্টোবর দিবাগত রাতে যান্ত্রিক ত্রুটির কারনে ১নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গেলে অত্র তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যায়।
এদিকে ১৬ অক্টোবর থেকে বন্ধ রয়েছে ৩ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।২০২০ সাল থেকে বন্ধ রয়েছে২ নম্বর ইউনিটটি। গত রোববার ১নম্বর ইউনিটটি চালু হওয়ায় আংশিক উৎপাদনে ফিরলো তাপবিদ্যুৎ কেন্দ্রটি।
তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান,ইউনিটগুলো চালুর জন্য প্রস্ততকারক চিনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।৩ নম্বর ইউনিটটি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল।কিন্তু এখনও বেশ কিছু সমস্যা রয়ে গেছে।ফলে এই ইউনিটের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইউনিটটি চালু হতে আরো ৩ মাস সময় লাগতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
উৎপাদনের ফেরা তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নম্বর ইউনিটের বর্তমান উৎপাদন হচ্ছে ৫৪ মেগাওয়াট।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি 





















