রনি আহমেদ রাজুঃ
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে জনগণের সেবা দিয়ে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ দমন, হারানো মোবাইল ও অর্থ উদ্ধারে এবং ভিকটিম উদ্ধারসহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এই ইউনিট।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে একাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে। এছাড়া ভুলবশত অন্য নম্বরে প্রেরিত অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
বিভিন্ন মামলা, অভিযোগ ও জিডি সংক্রান্ত তদন্তে আসামি গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দের সাফল্যসমূহ- ১) মোবাইল ফোন উদ্ধার ২২টি; ২) নগদ/বিকাশের টাকা উদ্ধার – ৳৩৯,৫৬১/- (উনচল্লিশ হাজার পাঁচশত একষট্টি টাকা); ৩) হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার ০৪টি; ৪) ভিকটিম উদ্ধার ও সহায়তা প্রদান ০৮ জন।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মাগুরা প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা ও সেবায় নিজেদের প্রতিশ্রুতি বদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি 





















