মানিক কুমার দাসঃ
ফরিদপুরে ২ মটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শামীম মিয়া এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত
হয়েছে শফিক (৩০) নামে একজন। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার সকাল আটটার দিকে কোতয়ালী থানার কৈজুরি ইউনিয়ন পরসা গ্রামের মোল্লাবাড়ী মোড়ে জনৈক কাশেমের বাড়ীর সামনে দুটি মটর সাইকেল (ফরিদপুর-ল-১২-৫১৬১ এবং একটি ১০০সিসির হিরো মটরসাইকেল নম্বর বিহিন)।
মুখোমুখি সংঘর্ষ হলে শফিক(৩০) পিতাঃ পান্নু শেখ, সাং- সাহেব চর, থানাঃ কাশিয়ানি,জেলাঃ গোপালগঞ্জ; ও শামিম মিয়া, পিতাঃ রাজ্জাক মোল্লা, সাং-সাচিয়া, থানাঃ কোতয়ালী কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিম মিয়াকে মৃত ঘোষনা করেন। মটর সাইকেল দুটি পুলিশের হেফাজতে আছে এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















