ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় নিহত দুই ব্যবসায়ী

মিজান উর রহমানঃ

 

কীর্তন শুনে বাড়ি ফেরা হলো না দুই ব্যবসায়ীর, পথে ট্রাক চাপায় নিহত হলেন তারা। ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন শুনে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

 

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

ট্রাক চাপায় নিহতরা হলেন, উপজেলার সাতৈর ও শেলাহাটি এলাকার বাসিন্দা ও সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) ও নারান সাহা (৫৫)। আহতরা হলেন, সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি ও ভ্যানচালক সুমন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে কাদিরদী এলাকা থেকে সনাতনী ধর্মীয় অনুষ্ঠান (নাম-কীর্তন গান) শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন সাত ভক্ত। পথে কানখড়দি মাদরাসার সামনে এলে ফরিদপুরগামী বেপরোয়া গতির একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

 

সাতৈর বাজার ব্যবসায়ী যদুনাথ মালো জানান, “আমরা সবাই এক সাথে বসে কীর্তন শুনছিলাম, কীর্তন শেষ হলে আমি মটর সাইকেলে করে চলে আসি আর ওরা সাতজন একটা আটো রিকসায় আসে। আসার পথে বেপরোয়া গতির এক ট্রাকের চাপায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।”

 

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

, বোয়ালমারী, ফরিদপুর।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শার্শায় সমাবেশে মফিকুল হাসান তৃপ্তিঃ -ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরি ও বেকারভাতা দেবে বিএনপি

error: Content is protected !!

বোয়ালমারীতে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় নিহত দুই ব্যবসায়ী

আপডেট টাইম : ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :

মিজান উর রহমানঃ

 

কীর্তন শুনে বাড়ি ফেরা হলো না দুই ব্যবসায়ীর, পথে ট্রাক চাপায় নিহত হলেন তারা। ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন শুনে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

 

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদরাসার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

ট্রাক চাপায় নিহতরা হলেন, উপজেলার সাতৈর ও শেলাহাটি এলাকার বাসিন্দা ও সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) ও নারান সাহা (৫৫)। আহতরা হলেন, সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি ও ভ্যানচালক সুমন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে কাদিরদী এলাকা থেকে সনাতনী ধর্মীয় অনুষ্ঠান (নাম-কীর্তন গান) শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন সাত ভক্ত। পথে কানখড়দি মাদরাসার সামনে এলে ফরিদপুরগামী বেপরোয়া গতির একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

 

সাতৈর বাজার ব্যবসায়ী যদুনাথ মালো জানান, “আমরা সবাই এক সাথে বসে কীর্তন শুনছিলাম, কীর্তন শেষ হলে আমি মটর সাইকেলে করে চলে আসি আর ওরা সাতজন একটা আটো রিকসায় আসে। আসার পথে বেপরোয়া গতির এক ট্রাকের চাপায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।”

 

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

, বোয়ালমারী, ফরিদপুর।


প্রিন্ট