মানিক কুমার দাসঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর শাখা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণসহ ১৭ পদে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ঠাঁই হয়েছে। সম্প্রতি ২০২ সদস্য বিশিষ্ট ঘোষিত দুটি পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘুদের স্থান পাওয়ায় অনেকেই একে অসাম্প্রদায়িকতার বিবেচনায় দলটির ইতিবাচক মনোভাব বলে মনে করছেন।
উপজেলা বিএনপির কমিটিতে যার আছেন। তারা হলেন, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, কোষাধ্যক্ষ পদে অমিত সাহা, সহ কোষাধ্যক্ষ গোপাল সাহা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রঞ্জিত মিত্র, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সুবোধ রায়, নির্বাহী সদস্য পদে অরুন মণ্ডল ও সঞ্জিত বিশ্বাস।
এছাড়া পৌর কমিটিতে রয়েছেন, সহ সভাপতি পদে স্বপন কুমার সাহা, সহ মহিলা বিষয়ক সম্পাদক সোমা রানী সাহা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নারায়ণ চক্রবর্তী, নির্বাহী সদস্য বিভূতি-ভূষণ সাহা, গৌর চন্দ্র সাহা, স্বপন কুমার চক্রবর্তী, হরে কৃষ্ণ সাহা, তপন কুমার রাজবংশী, প্রিতম সাহা ও স্বপন দাস।
স্থানীয় গণমাধ্যম কর্মী সনৎ চক্রবর্তী জানান, এখন সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীরা সব দলের রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত রয়েছে। শুধু স্থানীয় নয়, জাতীয় রাজনীতিতেও হিন্দুদের দল করায় এ বৈচিত্র্য লক্ষ্যণীয়।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা জানান, হিন্দুরা এ দেশেরই মানুষ। ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম চান হিন্দুরা বিএনপিতে অবদান রাখুক। আগামীতে এ দলে হিন্দুদের আরও বেশি করে সম্পৃক্ত করা হবে। সবার সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দল পরিচালিত হবে।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর বিএনপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ও ১০১ সদস্য বিশিষ্ট পৌর কমিটির নাম ঘোষণা করা হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















