আব্দুল হামিদ মিঞাঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে বাঘা উপজেলার চন্ডিপুর বাজার-গ্রাম ঘুরে লিফলেট বিতরণ করা হয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় ও সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) ৫৭ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পক্ষে তার বাবা আবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার মেলেটারি, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিপলেট বিতরণ করেন। আমিনুল ইসলাম মিঠু বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
মিঠুর বাবা বলেন,মিঠুর উদ্যোগে ঈদুল ফিতরে অসহায় – দুস্থদের কয়েক ধাপে যাকাতের শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। মিঠুর নিজ গ্রাম চন্ডিপুর বাজার মসজিদের দোতলা নির্মাণসহ টাইলস এর ব্যবস্থা ছাড়াও চারঘাটের ভায়ালক্ষীপুর গ্রামে মসজিদ নির্মান করে দেওয়াসহ সুপেয় পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান।
প্রবাস থেকেও ধর্মীয় সহাবস্থান, বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান বলেন, প্রবাস থেকেই আমিনুল ইসলাম মিঠু চারঘাট উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীর চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। ভবিষ্যতেও তারুণ্যর অধিকার নিয়ে কথা বলবে, নির্যাতিত কর্মীর পাশে থাকবেন- রাজশাহীর-৬ আসনে এমন একজন নেতা চাই।
স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দীন বলেন, মিঠু এ জনপদের মানুষের জন্য সৌভাগ্যের। এবারে বণ্যায় চর এলাকার পানিবন্দী ও ওপরে বৃষ্টির পানিতে আক্রান্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও সনাতন ধর্মালম্বীদের দুর্গোৎসবে আর্থিক সহায়তা দিয়েছেন। প্রবাস থেকেও কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করিয়েছেন। চরে দুই পক্ষের গোলযোগে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পূর্ণঃনির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেছেন।
বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি সাহাবাজ আলী বলেন, যাকে ঘিরে বাঘা-চারঘাটের বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং রাজশাহীর মানুষ আশার আলো দেখবে। মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের এমন একজন অভিভাবক দরকার। এসময় উপস্থিত ছিলেন ুবাজুবাঘা ইউনিয়নের ওয়ার্ড বিএপির সাধারণ সম্পাদক জাম্বার আলী, সহ-সভাপতি আব্দুর রসুল, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলীসহ বিএনপির স্থানীয় নেতা লিয়াকত আলী,ইউনুস আলী প্রমুখ ।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















