সাজেদুর রহমানঃ
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আগামী রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে উঠান বৈঠকের আয়োজন করা হয় ৪ নং বেনাপোল ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে।
উক্ত উঠান বৈঠকটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- ৪ নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ ও মুজিবুর রহমান, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গনি মোড়ল এবং সঞ্চালনা করেন জহুরুল ডাক্তার।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 





















