আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা মধুখালী রেলগেট সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাদ জুমার নামাজ শেষে তাওহীদি জনতার উদ্যোগে ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মধুখালী পাটবাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “রাষ্ট্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসকনকে কঠোরভাবে দমন করতে হবে।” তারা অবিলম্বে ইসকন সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষপাতী, তবে কোনো সংগঠন যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা সমাজে অস্থিরতা সৃষ্টি করে, তবে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেওয়া হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল থেকে প্রস্থান করেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















