আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে এক সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগাতিপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাটোর জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মান্নাফ। উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক মোঃ আরিফুল ইসলাম তপু’র সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী মুনজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলার প্রধান সমন্বয়কারী তাইজুল ইসলাম।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া এনসিপির অঙ্গীকার। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুব আলম।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 





















