ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ ইকবাল হোসেনঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৫-২৬ অর্থ বছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট ২ হাজার ৮৪০ জন কৃষক উপকৃত হবেন।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বীজ ও সার বিতরণে শুভ সূচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।

 

আলফাডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ২ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে। উদ্বোধনের দিনে ১ হাজার ৩৫০ জন কৃষককে প্রতিজনের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে গম, সূর্যমুখী, পেঁয়াজ, মুগ, মসুর, চিনাবাদাম ও খেসারিসহ বিভিন্ন রবি শস্যের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, ‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মূল লক্ষ্য হলো রবি শস্যের উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা। বিশেষ করে, সরিষার মতো তেলবীজ ফসলের চাষাবাদকে উৎসাহিত করে দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে আমরা ভূমিকা রাখতে চাই।’

 

তিনি বলেন, ‘আমরা আশা করি, কৃষকরা সঠিক সময়ে এই উপকরণ ব্যবহার করে তাদের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হবেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।’


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শার্শায় সমাবেশে মফিকুল হাসান তৃপ্তিঃ -ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরি ও বেকারভাতা দেবে বিএনপি

error: Content is protected !!

আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

মোঃ ইকবাল হোসেনঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৫-২৬ অর্থ বছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট ২ হাজার ৮৪০ জন কৃষক উপকৃত হবেন।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বীজ ও সার বিতরণে শুভ সূচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।

 

আলফাডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ২ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে। উদ্বোধনের দিনে ১ হাজার ৩৫০ জন কৃষককে প্রতিজনের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে গম, সূর্যমুখী, পেঁয়াজ, মুগ, মসুর, চিনাবাদাম ও খেসারিসহ বিভিন্ন রবি শস্যের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, ‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। বিনামূল্যে বীজ ও সার বিতরণের মূল লক্ষ্য হলো রবি শস্যের উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা। বিশেষ করে, সরিষার মতো তেলবীজ ফসলের চাষাবাদকে উৎসাহিত করে দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে আমরা ভূমিকা রাখতে চাই।’

 

তিনি বলেন, ‘আমরা আশা করি, কৃষকরা সঠিক সময়ে এই উপকরণ ব্যবহার করে তাদের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হবেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।’


প্রিন্ট