মিশিকুল মন্ডলঃ
জয়পুরহাটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বুধবার বেলা ১১টায় ‘মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই প্রতিপাদ্য নিয়ে পৌর শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আখতার চৌধুরী।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, বিআরটিএর পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী খান, ট্রাফিক ইনস্পেক্টর জামিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি নূর আলম, সিনিয়র সহসভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিকসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি 





















