অহিদ সাইফুলঃ
ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৩নং রাজাপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম খলিফা প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন থেকে এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে মোঃ নুরুল ইসলাম খলিফার জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ বিষয় নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি তিনি তার পৈতৃক সম্পত্তিতে নতুন ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে প্রতিপক্ষের একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়।
পরিবারের দাবি, সোমবার রাতে প্রতিপক্ষ মহল তার বিরুদ্ধে রাজাপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে এবং মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পুলিশ তাকে আটক করে। যদিও তিনি অভিযুক্ত, তবে অভিযোগটি তদন্ত পূর্বক এজাহার ভুক্ত হয়নি। অভিযোগের ভিত্তিতেই রাজাপুর থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে সন্তোষজনক জিজ্ঞাসাবাদ না করেই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা রুজু হয়।”
স্থানীয়দের একাংশ জানান, নুরুল ইসলাম খলিফা বহু বছর ধরে সমাজসেবা মূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রতিপক্ষ পক্ষ মিথ্যা মামলা ও হয়রানিমূলক পদক্ষেপ নিচ্ছে বলে তারা মনে করেন।
এ বিষয়ে নুরুল ইসলাম খলিফা বলেন, “আমি আমার বৈধ সম্পত্তিতে আইনগতভাবে ঘর নির্মাণের কাজ করছিলাম। কিন্তু প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
এ বিষয় রাজাপুর থানা ওসি (তদন্ত) আঃ মালেক বলেন, তার বিরুদ্ধে একটি শ্লীলতাহানির অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে তাকে আটক করা হয়েছে। এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনাটির স্বচ্ছ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি 





















