সাজেদুর রহমানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিয়ে বাড়ি মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তাফিজ জোহা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ।
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ খাইরুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।
এছাড়া শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা যুবদলের সদস্য সচিব বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালের ৬ অক্টোবর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে এই সংগঠন গঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক বলেন যুবদলের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে জাতীয়তা বাদী চেতনায় উজ্জীবিত করে দেশের উন্নয়ন, ন্যায়বিচার, ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সম্পৃক্ত করা।
আগামি ২৭ আক্টোবর যুবদলের ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার প্রস্তুতি গ্রহণ করা হয়।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 





















