রনি আহমেদ রাজুঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে মাগুরায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মাধবপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান আমিনুর রহমান পিকুল, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির কান্তি, যুবদল সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সদর থানা যুবদলের সদস্য সচিব অনিক অপু, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন মোল্লা, আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রান্তসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা।

আলোচনায় আহ্বায়ক আলী আহমেদ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো গঠনের একটি রূপরেখা। আমরা এই কর্মসূচির মাধ্যমে জনগণকে আমাদের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে পরিচিত করছি। আগামীর নির্বাচনেও এই ৩১ দফাকে ভিত্তি করেই আমরা জনসমর্থন চাইব।
তিনি আরও বলেন, এই কর্মসূচি শুধু প্রচারের জন্য নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে অন্যান্য নেতারাও বলেন, ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। আয়োজকরা জানান, মাগুরা জেলার প্রতিটি ইউনিয়ন ও বাজারে এ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি 





















