আনিসুর রহমানঃ
‘ Be a Hand Washing Hero (হাত ধোয়ার নায়ক হোন)’—এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের চত্বরেই শেষ হয়। সেখানে এক ধোয়া শিক্ষণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী শেষে বড়াল সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এনায়েত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার মিজানুর রহমান,যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নব নির্বাচিত উপজেলার প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম তপু, উপজেলা পরিষদের ছাত্রপ্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা আমাদের স্বাস্থ্য সুরক্ষার অন্যতম সহজ উপায়। পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়তে সবাইকে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার আহ্বান জানান তারা।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 





















