মিজান উর রহমানঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কয়ড়া কালী বাড়ি সংলগ্ন স্থানে সার্বজনীন পবিত্র মহাশ্মশান উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) শুভলগ্ন সকাল ১০টা ৪০ মিনিটে পবিত্র চণ্ডীপাঠ ও যাবতীয় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাশ্মশানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, ধর্মানুরাগী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি, কয়ড়া কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি সুবাস সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বিকাশ এগ্রো ফুড লিমিটেডের কর্ণধার বিকাশ চন্দ্র সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়ড়া কালী বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু, নামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব কুমার পাল, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র কর্মকার, ধর্মানুরাগী আশুতোষ মাষ্টার, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি অমিত কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক মিন্টু দাস, কোষাধ্যক্ষ অংশু কুমার কুন্ডু, ধর্মানুরাগী প্রিয়নাথ কুন্ডু, অভিলাষ সাহা, সুনিল কুমার কুন্ডু, নারায়ণ চন্দ্র দাস নারুসহ এলাকার সনাতনী ধর্মানুরাগী, ভক্তবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নবনির্মিত এই সার্বজনীন মহাশ্মশানটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন, যা হিন্দু ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















