ইনামুল খন্দকারঃ
মধুখালী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় মধুখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের খোকার মোড়ে পৌর ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওঃ হাফেজ মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান খাঁনের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এস, এম আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, ফরিদপুর ১ আসনে নির্বাচনী কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি, মোঃ খলিলুর রহমান, ফরিদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসাদুজ্জামান মোল্যা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শামীম আতাহার, পৌর জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ ও জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী সাধারণ সভায় বক্তারা বলেন, বিগত দিনে শ্রমিকরা তার ন্যায্য মজুরি ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হলে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামির মূল লক্ষ্য হলো একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়া। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে 





















