মানিক কুমার দাসঃ
বিষ্ণুপদ কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার সারাদিন ফরিদপুরের সকল সোনার বন্ধ রাখা হবে। এ ব্যাপারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি সুবোধ কুমার দে জানান কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার কোষাধ্যক্ষ বিষ্ণুপদ কর্মকারের আত্মার প্রতি শান্তি কামনা করে আজ সোমবার সারাদিন শহরের প্রত্যেকটা সোনার দোকান বন্ধ থাকবে।
এছাড়া উপজেলা গুলোতে সকাল আটটা থেকে বেলা দুই টা পর্যন্ত সোনার দোকান গুলো বন্ধ থাকবে।
এদিকে গতকাল রাতে ফরিদপুর শহরের অম্বিকাপুর শ্মশানে বিষ্ণুপদ কর্মকারের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উল্লেখ করা যেতে পারে তিনি ফরিদপুর স্বর্ণ পট্টিতে অবস্থিত বিষ্ণু জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















